কে আমি?


উপাত্তের খাতিরে আমার পরিচয় হবে জন্মসূত্রে বাংলাদেশী, কর্মসূত্রে ডাটা সায়েন্টিস্ট, কর্মস্থল সূত্রে প্রবাসী বাঙালী। আমার এই গৎ বাঁধা পরিচয় গুলোর বাইরেও যে আমি আছি, তাকে হয়তো খুঁজে পাওয়া যাবে অন্তর্জালে গড়ে তোলা আমার এই ঠিকানায়। আমার কাঁচা কাজের ঝাঁপ খুলে বসলাম এখানে, কারো একটু ভালো লাগলেও বেশ হবে ব্যাপারটা!

ও, আমার নামটা বলা হল না। প্রজ্ঞা পারমিতা হল পোষাকী নাম, আর ঘরোয়া নাম হল সাইকি। স্বাগতম আমার জগতে!